Wellcome to National Portal
Main Comtent Skiped

Services List

সেবার বিবরণ:

(ক)  গ্রামীন এলাকায় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন ।

(খ)  অতিমাত্রায় আর্সেনিক আক্রান্ত এলাকfয় নিরাপদ পানির জন্য নলকূপ ও রিং ওয়েল স্থাপন।

(গ) জনস্বাস্থ্য প্রকৌশল উপজেলা দপ্তর হতে পানিতে আর্সেনিক ও আয়রণের বিনামূল্যে পরীক্ষা করণ।

(ঘ)  নলকূপ মেরামত  ( মেরামতের সময় প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ  তত্ত্বাবধায়ক সরবরাহ করিবেন)

(ঙ) মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত নলকূপের পানি জনসাধারণ যাহাতে পান ও রান্নার কাজে ব্যবহার না করেন সে বিষয়ে উদ্বুদ্ধ করণ।

(চ) জনগনকে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করণ।

(ছ) জনগনকে স্বাস্থ্য শিক্ষা প্রদান।

(জ)  স্যানিটেশন উন্নয়নে বরাদ্দ সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ল্যাট্রিন বিতরন।

(ঝ) নলকূপ মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে নলকূপ তত্ত্বাবধায়কগণের প্রশিক্ষণ প্রদান সহ রেন্স বিতরন।