১. গ্রামীণ এলাকায় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন
২. অতি মাত্রায় আর্সেনিক আক্রান্ত এলাকায় নিরাপদ পানির জন্য নলকূপ ও রিংওয়েল স্থাপন।
৩. জনস্বাস্থ্য প্রকৌশল উপজেলা দপ্তর হতে পানির আর্সেনিক উপস্থিতি বিনামূল্যে পরীক্ষা করন।
৪. নলকূপ মেরামত ( মেরামতের সময় প্রয়োজনীয় খুচরা যন্তাংশ তত্বাবধায়ক সরবরাহ করবেন)।
৫. মাত্রা তিরিক্ত আর্সেনিক যুক্ত নলকূপের পানি জন সাধারন যাহাতে পানি ও রান্নার কাজে ব্যবহার না করেন সে বিষয়ে উদ্ধুদ্ধকরন।
৬. জন সাধারন যাহাতে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করেন সে বিষয়ে উদ্ধুদ্ধকরন।
৭. জনগন কে স্বাস্থ্য প্রদান।
৮. সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে স্লাব ও রিং বিক্রয়।
৯. সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস-ব্যাক নির্মান ও নিরাপদ নলকূপ স্থাপন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS