(ক) গ্রামীন এলাকায় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন।
(খ) অতিমাত্রায় আর্সেনিক আক্রান্ত এলাকায় নিরাপদ পানির জন্য নলকূপ ও রিংওয়েল স্থাপন।
(গ) জনস্বাস্থ্য প্রকৌশল উপজেলা দপ্তর হতে পানিতে আর্সেনিক ও অয়রনের উপস্থিতি বিনামূল্যে পরীক্ষা করণ।
(ঘ) নলকূপ মেরামত (মেরামতের সময় প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ তত্ত্বাবধায়ক সরবরাহ করিবেন)
(ঙ) মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত নলকূপের পানি জনসাধারণ যাহাতে পান ও রান্নার কাজে ব্যবহার না করেন সে বিষয়ে উদ্বুদ্ধকরণ।
(চ) জনগণকে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করণ।
(ছ) জনগণকে স্বাস্থ্য শিক্ষা প্রদান।
(জ) স্যানিটেশন উন্নয়নে বরাদ্দ সাপেক্ষে হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ল্যট্রিন বিতরন।
(ঝ) নলকূপ মেরামত ও রক্ষনাবেক্ষন কাজে নলকূপ তত্তবাবধায়ক গনের প্রশিক্ষণ প্রদান সহ রেন্স বিতরন।
(ঞ)দপ্তরীয় জনবল দ্বারা তৈরীকৃত স্লাব,রিং নির্ধারিত মূল্যে বিক্রয় (১) ১টি স্লাব ২০০/= (২) ১টি রিং ১০০/=
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পানির উৎস স্থাপনের ক্ষেত্রে সহায়ক চাঁদার হার এর বিবরণঃ-
নলকুপের ধরণ সহায়ক চাঁদার পরিমান
১। অগভীর নলকূপ................................... ১০০০/=(এক হাজার) টাকা
২। গভীর নলকূপ/ গভীর তারা নলকূপ............. ৪৫০০/=(চার হাজার পাঁচশত) টাকা
৩। রিংওয়েল .......................................... ২০০০/=(দুই হাজার) টাকা
৪। অগভীর নলকূপ পুনঃস্থাপন...................... ১০০০/=(এক হাজার) টাকা
৫। তারা অগভীর নলকূপ............................. ১৫০০/=(এক হাজার পাঁচ শত) টাকা
সেবাদানকারী কর্মকর্তা/কর্মচারীদের পদবীঃ
* উপ-সহকারী প্রকৌশলী * সি.সি.টি * নলকূপ মেকানিক
* ভি,এস,ম্যাশন * ভি,এস,লেবাব
যথাযথ সেবা পাওয়া না গেলে যার সহায়তা নেবেন
উপ-সহকারী প্রকৌশলী
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,
কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
মোবাইল ফোন নং- ০১৭১৫-০৭২০০৯
চূড়ান্ত ভাবে নিস্পত্তি না হলে বা সময় মত সহায়তা পাওয়া না গেলে যার কাছে অভিযোগ করবেনঃ
নির্বাহী প্রকৌশলী,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,
কুষ্টিয়া বিভাগ,কুষ্টিয়া।
টেলিফোন নং-০৭১-৬১৮৯৪
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS